কম১ [ kama ] (উচ্চা. কমো) বিণ. মনোহর, কমনীয়; বাঞ্ছনীয় (কম কলেবর)।
[সং. √ কম্ + অ]।
কম২ [ kama ] (উচ্চা. কম্) বিণ.
১. অল্প (ওজনে কম, কম খাওয়া);
২. ন্যূন (বেতন এক হাজারের কম);
৩. পশ্চাত্পদ, হীন, অক্ষম (চালাকিতে সেই বা কম কীসে?)।
[ফা. কম্]।
কম করা–ক্রি. বি. কমানো, হ্রাস করা (ভাই, দামটা একটু কম করো)।
কম করে–অব্য. অন্তত, কমপক্ষে।
কমজোর–বিণ. দুর্বল (অসুখে ভুগে কমজোর হয়ে পড়েছ)।
কমজোরি–বি. দুর্বলতা।
কমতি–বি. কমের বাব, কমের অবস্হা; হ্রাস, অল্পতা (শরীরে দুর্বল হলেও তার কথার কিছু কমতি নেই)।
কমপোক্ত–বিণ.
১. তেমন মজবুত বা পোক্ত নয় এমন, কমজোরি;
২. বিচলিত।
কমবেশি–অব্য. অল্পাধিক।
বি. কম বা বেশি; পার্থক্য (এতটুকু কমবেশি হওয়ার উপায় নেই)।
কমসম–বিণ. অল্পের উপর, একটু-আধটু (কমসম ঝাল দিয়ে রান্না)।
কমসে–কম অব্য. ক্রি-বিণ. অন্ততপক্ষে, খুব কম করেও।
কম হওয়া–ক্রি. অল্প হওয়া, কমে যাওয়া (ভাতে কম হবে?)।
Leave a Reply