কবি [ kabi ] বি.
১. কবিতারচয়িতা;
২. পণ্ডিত; বিদ্বান; তত্ত্বজ্ঞ;
৩. যার কল্পনাশক্তি প্রবল;
৪. একজাতীয় বাংলা গান ও তার রচয়িতা বা তার গায়ক।
[সং. √ কব্ + ই]।
কবিওয়ালা–বি. যে কবিগান লেখে বা গায়; কবিগানের দলের অধিকারী।
কবিকঙ্কণ–বি. কবি মুকুন্দরামের উপাধি; উপাধিবিশেষ।
কবিকল্পনা–বি. কবিতা রচয়িতার উদ্ভাবনা; মনগড়া ব্যাপার।
কবিগান–বি. সভায় উপস্হিতমতো মুখে মুখে রচিত ও তত্ক্ষণাত্ সুরারোপিত গানবিশেষ।
কবিপ্রসিদ্ধি–বি. সুপ্রাচীন কাল থেকে প্রচলিত এবং পরবর্তী কালের কবিদের দ্বারা গৃহীত ও ব্যবহৃত বর্ণনা, কল্পনা ইত্যাদি (যথা, সূর্যোদয়ে পদ্মের প্রকাশ, চন্দ্রোদয়ে কুমুদের প্রকাশ, চাতকের ঊর্ধ্বমুখে বৃষ্টিজল পান ইত্যাদি)।
কবিবর–বি. বিশিষ্ট কবি, সুকবি।
কবির লড়াই–দুই কবিগানের দলের মধ্যে কবিগানের মাধ্যমে পরস্পরকে হীন প্রতিপন্ন করার প্রতিযোগিতা।
Leave a Reply