কবলা [ kabalā ] (উচ্চা. কব্লা) ক্রি.
১. কবুল করা বা স্বীকার করা;
২. (সাধারণত ঘুষ হিসাবে দিতে চাওয়া (চোরটা কনস্টেবলকে পাঁচ টাকা কবলাচ্ছে)।
[আ. ক’বুল + বাং. আ]।
কবলানো–বিণ. কবুল বা স্বীকার করা হয়েছে এমন; ঘুষরূপে দিতে চাওয়া হয়েছে এমন।
বি. কবুল; স্বীকার; অঙ্গীকার।
Leave a Reply