কবল [ kabala ] বি.
১. গ্রাস; একগাল (এক কবল ভাত);
২. কুলকুচো (মুখে জল নিয়ে কবল করা);
৩. অধিকার; জবরদখল (শক্ত একটা লোকের কবলে পড়েছে)।
[সং. ক (=শরীর) + √ বল্ + অ]।
কবলধারণ–বি. কুলকুচা, gargle.
কবলিত, কবলীকৃত–বিণ.
১. গ্রাস করা বা জবরদখল করা হয়েছে এমন;
২. ভক্ষিত।
Leave a Reply