কবজা, কব্জা [ kabajā, kabjā ] বি.
১. কপাটযোজক ধাতুর পাত; কোনো দুটি পরস্পরসংলগ্ন অংশ সহজে ভাঁজ করার জন্য সংযোজক কল, hinge;
২. (আল.) অবাঞ্ছিত প্রভাব।
[আ. ক’ব্জ্]।
কবজা করা–ক্রি. বি. আয়ত্তে আনা বা অধিকার করা (লোকটাকে কিছুতেই কবজা করতে পারছি না, অঙ্কটাকে কবজা করা যাচ্ছে না)।
Leave a Reply