কপোত [ kapōta ] বি. পায়রা।
[সং. ক (=বায়ু) + পোত]।
বি. (স্ত্রী.) কপোতী।
কপোতপালি–বি. পাকা বাড়ির কার্নিশ।
কপোতপালী, কপোতপালিকা–বি. (স্ত্রী.) পায়রার খোপ।
কপোতবৃত্তি–বি. কপোতের আচরণ; কপোতের মতো সঞ্চয়হীন জীবিকা।
বিণ. কপোতের মতো সদ্য আহরণ করে বাঁচতে হয় এমন; সঞ্চয়হীন বৃত্তিসম্পন্ন।
কপোতারি–বি. শ্যেন, বাজপাখি।
কপোতেশ্বর–বি. মহাদেব।
Leave a Reply