কপি১ [ kapi ] বি. বানর, বাঁদর।
[সং. √ কপ্ + ই]।
কপিকেতন, কপিধ্বজ–বি.
১. অর্জুন (কপি বা হনুমান কেতন বা ধ্বজা অর্থাত্ পতাকা যাঁর);
২. অর্জুনের রথ।
কপি২ [ kapi ] বি.
১. রচনাদির নকল বা প্রতিলিপি (এত বড় একটা উপন্যাস কপি করা কি সহজ কাজ?);
২. ছাপাখানায় যে পাণ্ডুলিপি দেখে মুদ্রণ করা হয় (প্রেসের লোকেরা কপি হারিয়ে ফেলেছে)।
[ইং. copy]।
কপি করা–ক্রি. বি.
১. নকল করা, প্রতিলিপি প্রস্তুত করা;
২. পরীক্ষার সময় অসদুপায়ে অন্যের খাতা বা কাগজ দেখে লেখা; টুকলি করা (ও তো কপি করে পরীক্ষায় পাশ করেছে)।
কপিরাইট–বি. বই বা কোনো মুদ্রিত রচনার স্বত্ব, গ্রন্হস্বত্ব।
[ইং. copyright]।
কপি [ kapi ] বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার উপযুক্ত সবজিবিশেষ।
[পো. couve তু. হি. গোবি]।
ওলকপি–বি. শালগম জাতীয় আনাজবিশেষ।
ফুলকপি–বি. চার দিকে বড় পাতায় ঘেরা পুষ্পাকার কপি।
বাঁধা কপি–বি. কেবল বড় বড় পাতা পরপর সাজানো থাকে যে কপিতে।
Leave a Reply