কপালী১ [ kapālī ] (-লিন্) বি. মহাদেব।
বিণ.
১. কপালধারী, কপালযুক্ত;
২. ভাগ্যবান।
[সং. কপাল + ইন্]।
কপালিনী–বিণ. (স্ত্রী.) কপালধারিণী, কপালযুক্ত।
বি. কালিকাদেবী।
কপালী২ [ kapāli ] বি.
১. (ধীরবের ঔরসে এবং ব্রাহ্মণকন্যার গর্ভজাত) বাঙালি জাতিবিশেষ;
২. শণ-দড়ি প্রস্তুতকারক ও বিক্রয়কারী জাতি।
[দেশি]।
Leave a Reply