কপাল [ kapāla ] বি.
১. মাথার খুলি, করোটি;
২. ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead;
৩. ভাগ্য, অদৃষ্ট;
৪. কলসির অর্ধাংশ, খাপরা।
[সং. ক + √ পালি + অ]।
কপালক্রমে–ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্।
কপাল চাপড়ানো–ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা।
কপালজোর–বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা।
কপাল ঠুকে কাজে নামা–ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা।
কপাল ঠোকা–ক্রি. বি.
১. মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া;
২. যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা।
কপালপোড়া–বিণ. হতভাগ্য।
কপাল ফেরা–ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া।
কপাল ভাঙা–ক্রি. বি. ভাগ্যহত হওয়া।
কপালভৃত্, কপালমালী–বি. (নরমুণ্ডধারী) শিব।
কপালের ফের–বি. ভাগ্যের বিড়ম্বনা।
কপালের লেখা–বি. ভাগ্যলিপি, ভবিতব্য।
Leave a Reply