কপট [ kapaṭa ] বিণ.
১. কৃত্রিম (কপট স্নেহ);
২. ছদ্ম (কপট বেশ);
৩. শঠ, প্রতারক, ভণ্ড (কপট বন্ধু)।
(প্রা. বাং.) বি. ছল, প্রতারণা, শঠতা, চাতুরী (‘কলিঙ্গে কপট করি রাখ নিজ দাস’: ক. ক.)।
[সং. √ কপ্ + অট]।
কপটতা, কপট্য–বি. শঠতা, প্রতারণা, চাতুরী।
কপটচারী (-রিন্)–বিণ. ছদ্মবেশী; ধূর্ত; প্রতারক।
কপটপটু–বিণ. কপট আচরণে দক্ষ।
কপটপ্রবন্ধ–বি. ছলনা, প্রবঞ্চনা।
কপটাচার, কপটাচরণ–বি. ছলনা।
কপটাচারী (-রিন্)–বিণ. কপটাচার করে এমন।
বিণ. স্ত্রী. কপটাচারিণী।
কপটী (-টিন্)–বিণ. প্রবঞ্চক, ঠক।
বিণ. (স্ত্রী.) কপটিনী।
Leave a Reply