কন্যা [ kanyā ] বি.
১. দুহিতা, পুত্রী, মেয়ে;
২. অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী;
৩. বিবাহের পাত্রী;
৪. রাশিবিশেষ।
[সং. √ কন্ + য + আ]।
কন্যাকর্তা–বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা।
কন্যাকাল–বি. নারীর অবিবাহিত কাল।
কন্যাদান–বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া।
কন্যাদায়–বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব।
কন্যাপক্ষ–বি. বিবাহে পাত্রীপক্ষ।
কন্যাপণ–বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ।
কন্যাপ্রণিধি–বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)।
কন্যাযাত্র, কন্যাযাত্রী (ত্রিন্)–বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি।
কন্যারত্ন–বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)।
Leave a Reply