কনে [ kanē ] বি.
১. বিবাহের পাত্রী; বিবাহযোগ্যা কন্যা (কনে দেখা);
২. নববধূ (বরকনেকে নিয়ে সকলেই তখন মশগুল)।
[সং. কন্যা]।
কনেচন্দন–বি. বিবাহের সময় কন্যার মুখমণ্ডল চন্দন দিয়ে চিত্রিত করা।
কনেবউ–বি. নববধূ; বালিকাবধূ।
কনেযাত্রী–বি. বিবাহে কন্যাপক্ষের লোকজন, কন্যার সঙ্গে বিবাহ উত্সবে আগত লোকজন।
Leave a Reply