কনক [ kanaka ] বি. স্বর্ণ, সোনা।
[সং. √ কন্ + অক]।
কনকচাঁপা–বি. হলুদ রঙের চাঁপা ফুল, সোনা রঙের চাঁপা ফুল।
কনকচূড়–বি. ধানবিশেষ।
বিণ. যার শীর্ষদেশ সোনায় মোড়া (‘কনকচূড় মুকুটখানি’: রবীন্দ্র)।
কনকচূর–বি. ধানবিশেষ, কনকচূড় ধান।
কনকপত্র–বি. পাতার মতো দেখতে এমন কর্ণভূষণ।
কনকপ্রভা–বি.সোনার দ্যুতি, সোনার উজ্জ্বলতা।
কনকময়–বিণ, সোনার তৈরি; যাতে সোনা রয়েছে এমন।
কনকমুকুট–বি. সোনার মুকুট।
কনকরঞ্জিত–বিণ. সোনার জলে গিল্টি করা হয়েছে এমন।
কনকরস–বি. হলুদ রঙের বিষাক্ত ধাতব পদার্থবিশেষ, হরিতাল।
কনকসূত্র–বি. সোনার তার, সোনার ডোর।
কনকাচল–বি. সুমেরু পর্বত; স্বর্ণময় পর্বত।
কনকাঞ্জলি–বি. হিন্দু বিবাহানুষ্ঠানে বা অন্য অনুষ্ঠানে মাঙ্গলিক সোনা দান।
Leave a Reply