কদম১ [ kadama ] বি.
১. পা, চরণ;
২. পদক্ষেপ;
৩. ঘোড়ার গতিভঙ্গি।
[আ. কদ্ম্]।
কদম২ [ kadama ] বি. কদম্ব, হলুদ রঙের সুগন্ধ ফুল বা তার গাছ।
[সং. কদম্ব]।
কদমা–বি. (কদম ফুলের মতো আকারবিশিষ্ট) চিনির তৈরি সাদা মিঠাইবিশেষ।
জোর কদম–বি. দ্রুত পায়ে চলা; দ্রুত গতি।
Leave a Reply