কথা [ kathā ] বি.
১. উক্তি, বচন (আস্তে কথা বলে);
২. কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা);
৩. মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা);
৪. প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা);
৫. প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা);
৬. কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে);
৭. আলাপ (তার সঙ্গে কথা বন্ধ);
৮. পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন);
৯. তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি);
১০. তুলনা (ধনীর সঙ্গে কার কথা?);
১১. ব্যাপার (যে-সে কথা নয়);
১২. প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই);
১৩. ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না);
১৪. কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য);
১৫. আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না);
১৬. প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)।
[সং. √ কথ্ + অ + আ]।
কথা কাটা–ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা।
কথা কাটাকাটি–বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা।
কথাকলি–বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ।
[সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]।
কথাচ্ছলে, কথার ছলে–ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)।
কথান্তর–বি.
১. ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি;
২. অন্য প্রসঙ্গ;
৩. কথার মধ্যে বিরাম;
৪. কথার খেলাপ।
কথা পাড়া–ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা।
কথাপ্রসঙ্গে–ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়।
কথা ফোটা–ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা।
কথাবার্তা–বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি।
কথায় কথায়–ক্রি-বিণ.
১. কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে;
২. অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)।
কথার কথা–বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা।
কথার নড়চড়–বি. প্রতিশ্রুতিভঙ্গ।
কথার মারপ্যাঁচ–বি. কথার কৌশল বা জটিলতা।
কথারম্ভ–বি. বক্তব্য বা কাহিনির শুরু।
কথাশিল্প–বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক।
কথাসাহিত্য–বি. গল্প-উপন্যাস প্রভৃতি।
উচিত কথা–বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)।
কাজের কথা–বি. দরকারি কথা।
ছোট মুখে বড় কথা–বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা।
দশ কথা–বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)।
নাকে মুখে কথা, চোখে মুখে কথা–বি. বেশি কথা, বাচালতা।
বাজে কথা–বি. খেলো বা অসার কথা।
মোট কথা–বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই।
লাখ কথার এক কথা–বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা।
শেষ কথা–বি.
১. যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না;
২. মরণকালের কথা।
Leave a Reply