বাঁশির গানে জীবন সংশয় গৃহে ইয়ইতে পারি না
আমার উড়ে গেছে। মনপাখী।।ধু।।
চিত্রপটে বাংশীনাটে ঘাটে কি দেখাদেখি
কৃষ্ণ দরশন বিনে এ জীবনের আশা কি।।১।।
মনের সহ প্ৰাণ গেলে আর শূন্য দেহে থাকে কি
ইন্দ্ৰিয়গণ কেহ নয় আপনি এখন আমার উপায় কি।।২।।
আয় কে যাবে শ্যাম দর্শনে নৈলে যাব একাকী
শ্ৰীরাধারমণে ভণে শ্যাম হেরতে জুড়াই আঁখি।।।৩।।
পূর্ববর্তী:
« বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
« বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
পরবর্তী:
বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই »
বাঁশির ডাকে কমলিনী রাই রে সংগীলা ভাই »
Leave a Reply