বাঁশি বিনয় করি তোরে–
নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে।।
বাঁশি রে, আমিও অবুলা নারী
দুঃখ পাই অন্তরে।
তবু কেনে নিষ্ঠুর বাঁশি–
বাঁশি যন্ত্রণা দেও মোরে।।
বাঁশি রে, শইলে স্বপন দেখি
বন্ধু লইছি কোলে।
জাগিয়া না পাইলাম তারে
কাল নিদ্রা গেল ছুটে।
গাঁথিয়া যতনে–
প্ৰাণ বন্ধু আসিবে বলি
ও সে না আসিল কুঞ্জে।।
বাঁশি রে, ভাইবে রাধারমণ বলে,
মিন্নতি চরণে : জী’তে না পূরিল আশা
মইলে যেন পুরে।।
পূর্ববর্তী:
« বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
« বাঁশি বাজে কোন বনে গো সজনী ঐ শোনা যায়
পরবর্তী:
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য »
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য »
Leave a Reply