কণ্টক [ kaṇṭaka ] বি.
১. গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ);
২. অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক);
৩. লজ্জা বা কষ্টের কারণ;
৪. শত্রু;
৫. রোমাঞ্চ।
[সং. √ কণ্ট্ + অক]।
কণ্টকফল, কণ্টকিফল, কণ্টকীফল–বি. কাঁঠাল; কাঠালগাছ।
কণ্টকশষ্যা–বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা।
কণ্টকিত–বিণ.
১. রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল);
২. বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)।
কণ্টকী (-কিন্)–বিণ. যাতে কাঁটা আছে এমন।
বি.
১. খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ;
২. বেউড় বাঁশ;
৩. কাঁটাওয়ালা মাছবিশেষ।
কণ্টকোদ্ধার–বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন।
কণ্টকে কণ্টকোদ্ধার–শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া।
Leave a Reply