কড়া১ [ kaḍā ] বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা।
[সং. কটক]।
কড়া২, কড়াই [ kaḍā২., kaḍāi ] বি. ধাতুর তৈরি (সচ.) দুটি আংটাওয়ালা রান্নার পাত্র, কটাহ।
[সং. কটাহ]।
কড়া৩ [ kaḍā ] বিণ.
১. শক্ত, কঠিন, কঠোর (কড়া শাসন);
২. তীব্র, প্রখর (কড়া রোদ, কড়া তাপ);
৩. প্রবল, উগ্র (কড়া মেজাজ);
৪. কটু (কড়া কথা);
৫. কর্কশ (কড়া আওয়াজ)।
বি. চামড়ায় ঘর্ষণজনিত কাঠিন্য, ঘাঁটা (হাত-পায়ের কড়া)।
[সং. কঠোর]।
কড়াকড়, কড়াক্কড়–বিণ. কঠিন, কঠোর।
বি. কড়াকড়ি (বেশি কড়াক্কড় ভালো নয়)।
কড়াকড়ি, কড়াক্কড়ি–বি. বাঁধাবাঁধি; কঠোর শাসন।
কড়া৪ [ kaḍ়ā৪. ] বি. কর্পদক, কড়ি।
[সং. কর্পদক, তু. হি. কৌড়ী]।
এক কড়া–বি. বিণ. (আল.) অতি তুচ্ছ বা সামান্য পরিমাণ (তার এক কড়া বুদ্ধি নেই)।
কড়াকিয়া (গ্রা.) কড়াঙ্কিয়া, কড়াঙ্কে–বি. (১ থেকে ১০০) কড়ার হিসাব।
কড়াক্রান্তি–ক্রান্তি দ্রঃ।
কড়ায়গণ্ডায়–ক্রি-বিণ. অতি নিপুণ ও সূক্ষ্ম হিসাবমতে (কড়ায়-গণ্ডায় আদায় করেছি)।
কড়া৫ [ kaḍā ] কড়২-এর অনুরূপ।
Leave a Reply