কঠোর [ kaṭhōra ] বিণ.
১. কঠিন, শক্ত, দৃঢ় (কঠোর শাসনে রাখা);
২. নির্মম, নিষ্ঠুর (কঠোর বাক্য);
৩. ভীষণ (কঠোর পরীক্ষা, কঠোর সংগ্রাম);
৪. দুঃসহ (কঠোর পরিশ্রম);
৫. শুষ্ক, নীরস (কঠোর স্বর, কঠোর চিত্ত);
৬. পূর্ণ (কঠোরগর্ভা)।
[সং. √ কঠ্ + ওর]।
বি. কঠোরতা।
Leave a Reply