কঠিন [ kaṭhina ] বিণ.
১. শক্ত, দৃঢ় (কঠিন বাঁধন);
২. কঠোর, নিষ্ঠুর (কঠিন হৃদয়);
৩. দুরূহ, দুর্বোধ্য (কঠিন প্রশ্ন);
৪. ভীষণ (কঠিন বিপদ);
৫. দুরারোগ্য (কঠিন রোগ);
৬. সহজে সমাধান করা যায় না এমন (কঠিন সমস্যা, কঠিন মামলা)।
[সং. √ কঠ্ + ইন]।
বিণ. (স্ত্রী.) কঠিনা।
বি. কঠিনতা, কঠিনত্ব, কাঠিন্য।
কঠিনীকৃত–বিণ. কঠিন করা হয়েছে এমন।
কঠিনীভূত–বিণ. কঠিন হয়েছে এমন।
Leave a Reply