কটু [ kaṭu ] বিণ.
১. তেতো;
২. ঝাল (কটু রস);
৩. উগ্র, কঠোর (কটু বাক্য);
৪. বিস্বাদ (মাখনটা কটু হয়ে গেছে)।
[সং. √ কট্ + উ]।
কাটব্য–বি. গালমন্দ, কড়া কথা।
কটুতা, কটুত্ব–বি. কটু ভাব।
কটু তেল–বি. সরষের তেল।
কটুক্তি–বি. দুর্বাক্য; গালিগালাজ।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply