কটি১, কটা [ kaṭi, kaṭā ] এর আদরার্থক বা সংখ্যার অল্পতাবোধক রূপ।
কটি২, কটী [ kaṭi, kaṭī ] বি. কোমর, মাজা; মানবদেহের মধ্যদেশ।
[সং. √ কট্ + ই]।
কটিতট, কটিদেশ–বি. কোমর।
কটিত্র, কটিবন্ধ–বি. কোমরবন্ধ, বেল্ট, ঘুনসি, belt.
কটিবসন, কটিবাস–বি. কোমরের কাপড়, পরনের কাপড় (অর্থাত্ শাড়ি ধুতি ইত্যাদি)।
কটিবাত, কটিশূল–বি. কোমরের বাত বা বেদনা।
কটিভূষণ–বি. চন্দ্রহার, মেখলা।
কটিসূত্র–বি. ঘুনসি।
Leave a Reply