কটাল, কোটাল [ kaṭāla, kōṭāla ] বি. অমাবস্যায় ও পূর্ণিমার নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস, জোয়ার (কটালের বান)।
ভরা কটাল–বি. অমাবস্যা ও পূর্ণিমায় নদী ও সমুদ্রে পূর্ণ জলোচ্ছ্বাস, পূর্ণ জোয়ার।
মরা কটাল–বি. ভাঁটা।
[হি. কটাল, তু. তা. কডেল (=সমুদ্র)]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply