কটাক্ষ [ kaṭākṣa ] বি.
১. অপাঙ্গদৃষ্টি অর্থাত্ দেখার সময় চোখের তারা কোণের দিকে চালনা করা; আড়দৃষ্টি, বাঁকা বা চোরা চাহনি;
২. পরোক্ষভাবে বিরুদ্ধ সমালোচনা বা শ্লেষ (কারও প্রতি কটাক্ষ করা)।
[সং. কট + অক্ষি সমাসান্ত]।
কটাক্ষপাত–বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর।
কটাক্ষে–ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে।
Leave a Reply