কটা১–বি.
১. বর্ণবিশেষের নাম; পিঙ্গল বর্ণ (‘কটাচুল নীল চক্ষু কপিল কপোল’–রবীন্দ্র)।
২. রুক্ষতা।
কটাসে, কটাশে–বিণ. কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল আভাযুক্ত; ঈষত্ কটা।
[সং. কড়ার > প্রা. কটার]
কটাচোখ–বিণ. বিড়ালের মতো পিঙ্গলবর্ণ চোখ।
কটা২ [ kaṭā ] বি. চাহনি (‘দ্বাদশ রবির বহ্নিজালা ভয়াল তাহার নয়ন কটায়’–কাজি.)।
[সং. কটাক্ষ>কটাক্খ>কটাহ>কটা]
কটা৩–কাঠবিড়াল; বেজি জাতীয় প্রাণী (‘কটার বাসায় ছাও হইয়াছে কুসুম ফুলের খেতে’–জউ.)।
[‘কাঠবিড়াল’ শব্দের প্রাদেশিক বা আঞ্চলিক রূপ ‘কটা’; সং. কাষ্ঠ+বিড়াল = সংক্ষেপে কাষ্ঠ>কট্ঠ>কাঠ (বর্ণ বিপর্যয়ে)>কঠা>কটা (বিশিষ্টার্থে)]
Leave a Reply