কট১ [ kaṭa ] অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ।
[সং. কট্ট]।
কটকট–অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা)।
কটকটে–বিণ.
১. কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ);
২. কঠোর, কর্কশ;
৩. মর্মভেদী;
৪. নীরস (কটকটে কথা)।
কটমট–অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)।
কটমটে–বিণ. নীরস, কঠোর।
কট২ [ kaṭa ] বিণ. বন্ধকী, নির্দিষ্ট শর্তযুক্ত (কট-কবালা)।
বি. বন্ধকী তমসুক; কট-কবালা।
[দেশি]।
Leave a Reply