প্রাণসজনী শুননি মুরলী গো সৈ গহিন বনে।।ধু।।
রবী শুনে অধৰ্য মন প্ৰাণ করে উচাটনে।।চি।।
শুনে ধ্বনি উন্মাদিনী দাসী হইবার মনে
ত্বরায় সখী দেখাও দেখি সেই যে তেজিব পরাণে।।১।।
নারী বিনে নারীর বেদন অন্য কি তায় জানে
হিয়ার মাঝে জ্বলছে অনল তারা করে নিবারণ।।২।।
শাশুড়ি ননদী পতির থাকিয়ে গঞ্জনে
যেন পিঞ্জিরায় রাখি কহে শ্ৰী রাধারমণে।।
পূর্ববর্তী:
« প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই
« প্রাণসজনী আমারে বন্ধুয়ার মনে নাই
পরবর্তী:
প্রাণে বাঁচা দায় »
প্রাণে বাঁচা দায় »
Leave a Reply