প্ৰাণ সজনী কি শুনি মধুর সুতান হেরিয়া নিল মনপ্ৰাণ।।ধু।।
সখী রে কি মধুর পশিল কানে অধৰ্য হইয়াছে প্ৰাণ বাঁশির গানে
বাঁশি অন্তরে প্রবেশির মতো প্রাণ লইয়া মর দিল টান।।১।।
বংশী বরশির মতো প্ৰাণ লইয়া মর দিল টান।।১।।
সখী বিষামৃত একত্রে মিলন মন্দ মন্দ সুতানে করছে দাহন
বাঁশির ধ্বনি উন্মাদিনী না যায় রাখা কুলমান।।২।।
সখী রে বাঁশির ধ্বনি বিষম লেঠা অবলা কুলের কুলটা
শ্যামের বাঁশি বেরাজাল কুলবধূর হইল কাল
শ্ৰীরাধারমণে ভনে শ্যামকে পাইলে দিতাম যৌবন দান।।৩।।
পূর্ববর্তী:
« প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে
« প্ৰাণ সজনী আইজ কি শুনি মধুর ধ্বনি কানন বনে
পরবর্তী:
প্ৰাণ সাইগো আমি রইলাম কার আশায় »
প্ৰাণ সাইগো আমি রইলাম কার আশায় »
Leave a Reply