এবার [ ēbāra ] বি. ক্রি-বিণ.
১. এই সময়ে (এবার আবার শুরু হল, এবার যাব);
২. এই যাত্রায় (এবার তুমি পেলে না);
৩. এখন (এবার তবে আসি);
৪. এই বছর (এবার তেমন ধান হয়নি);
৫. এই জীবন, এই জীবনে (এবারের খেলা সাঙ্গ হল)।
[বাং. এ (এই) + বার]।
এবারকার–বিণ. এবারের।
এবারের মতো–ক্রি-বিণ. এ যাত্রায়. এই দফায়; এই জন্মের মতো।
Leave a Reply