এতত্ [ ētat ] (-তদ্) সর্ব. বিণ. এই, ইনি, উপস্হিত ব্যক্তি বা বস্তু (এতদ্বিষয়ে, এতদ্দেশে, এতদ্দ্বারা)। [সং. এতদ্]।
এতত্কালীন–বিণ. এইসময়ের; একালের, ইদানীন্তন।
এতদতিরিক্ত–বিণ. এর বেশি; এ ছাড়া।
এতদবস্হা–বি. এই অবস্হা।
এতদর্থে–ক্রি-বিণ. এই জন্য; এই মর্মে।
এতদীয়–বিণ. এই ব্যক্তি বা বস্তুসম্বন্ধীয়, এতত্সংক্রান্ত।
এতদুদ্দেশ্যে–ক্রি-বিণ. এই অভিপ্রায়ে; এই জন্য; এই উপলক্ষ্যে।
এতদ্দেশ–বি. এই দেশ।
এতদ্দেশীয়–বিণ. এই দেশের।
এতদ্রূপ–বিণ. এইরূপ, এইরকম।
এতদ্ব্যতীত–অব্য. এ ছাড়া।
এতদ্ভিন্ন–অব্য. এ ছাড়া।
Leave a Reply