এড়া১ [ ēḍā ] ক্রি. (বর্ত. বিরল) ছোড়া, নিক্ষেপ করা (‘মন্ত্র পড়ি রাবণ শেলপাট এড়ে’: কৃত্তি)।
[সং. √ ইন্ > ইড়্ (নিক্ষেপ) > এড়্ + বাং. আ]।
এড়া২ [ ēḍā ] ক্রি.
১. পরিহার করা, বর্জন করা (ভাইকে এড়িয়ে কোনো কাজ করতে পারব না);
২. অতিক্রম করা;
৩. অমান্য করা।
[বাং. √ এড়া১.]।
এড়ানো–বিণ. পরিহার করা বা অমান্য করা বা অতিক্রম করা হয়েছে এমন; জড়ানো (এড়ানো কথা)।
বি. পরিহার; নিষ্কৃতি; ছাড়ান।
ক্রি. পরিহার করা; পাশ কাটানো। এড়িয়ে যাওয়া ক্রি. বি. জড়িয়ে যাওয়া (কথা এড়িয়ে যাওয়া)।
Leave a Reply