একাদশ১ [ ēkādaśa ] (-শন্) বি. বিণ. ১১ সংখ্যা বা সংখ্যক।
[সং. এক + দশন্]।
একাদশ২ [ ēkādaśa ] বিণ. ১১ সংখ্যার পূরক। [সং.একাদশন্ + অ]।
একাদশ বৃহস্পতি, একাদশে [ ēkādaśa bŗhaspati, ēkādaśē ] বৃহস্পতি রাশিচক্রে জন্মলগ্ন থেকে একাদশ স্হানে বৃহস্পতির অবস্হিতি, এই অবস্হিতি পরম সৌভাগ্যের লক্ষণ বলে কথিত। একাদশ রুদ্র পিনাকী ত্র্যম্বক শম্ভু হর অপরাজিত বৃষাকপি প্রভৃতি রুদ্রের একাদশ রূপ বা অনু।
Leave a Reply