ঋষি১ [ ŗşi ] বি.
১. মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি;
২. শাস্ত্রজ্ঞ তপস্বী;
৩. বেদ মন্ত্রের সংকলয়িতা যোগী।
[সং.√ ঋষ্ + ই]।
ঋষিকল্প–বিণ. ঋষির তুল্য।
ঋষিতা–বি ঋষির গুণ।
ঋষিপ্রোক্ত–বিণ. ঋষির দ্বারা উক্ত, ঋষি বলেছেন এমন, আর্ষ (ঋষিপ্রোক্ত বাণী)।
ঋষিশ্রাদ্ধ–বি. মৃত ঋষির শ্রাদ্ধকার্য এতে কেবল কলাপাতাই কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না।
ঋষি২ [ ŗşi ] বি. বাঙালি চর্মকার জাতিবিশেষ।
[হি. রৈসি]।
Leave a Reply