ঋতু [ ŗtu ] বি.
১. প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি;
২. মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ।
[সং. √ ঋ + তু]।
ঋতুকাল–বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে।
ঋতুপতি, ঋতুরাজ–বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত।
ঋতুপরিবর্তন–বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া।
ঋতুমতী–বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন।
ঋতুস্নান–বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার।
Leave a Reply