ঋত [ ŗta ] বি.
১. সত্য, পরম সত্য (ঋতব্রত);
২. পরব্রহ্ম।
বিণ.
১. সত্য, যথার্থ;
২. পূজিত;
৩. দীপ্ত;
৪. পীড়িত।
[সং. √ ঋ + ত]।
ঋতব্রত–বিণ. সত্যই যার ব্রত।
ঋতম্ভর–বিণ. বি. সত্যপালক, সত্যনিষ্ঠ।
ঋতম্ভরা–বি. ১. সত্যনিষ্ঠা; ২. সত্যজ্ঞানরূপ চিত্তবৃত্তি।
Leave a Reply