ঋণ [ ŗņa ] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ।
[সং. √ঋ + ত]।
ঋণগ্রস্ত, ঋণী–বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)।
ঋণচিহ্ন–বি. বিয়োগচিহ্ন, minus.
ঋণজাল–বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)।
ঋণদাস–বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে।
ঋণপত্র–বি. দেনার দলিল, তমসুক, খত, debenture.
ঋণমুক্ত–বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন।
ঋণশোধ–বি. দেনা মিটিয়ে দেওয়া।
ঋণাত্মক–বিণ. ১. বিয়োগসূচক; বিয়োজ্য; ২. নঞর্থক, না-বোধক।
Leave a Reply