উসকা [ usakā ] ক্রি.
১. বাড়িয়ে দেওয়া (আগুনটা উসকে দাও);
২. উত্তেজিত করা;
৩. প্ররোচিত করা (তুমি কেন ছেলেটাকে উসকে দিচ্ছ ?);
৪. (ফোঁড়া ইত্যাদির মুখ) খোঁচা দিয়ে ফাটিয়ে দেওয়া।
[বাং. √ উসকা]।
উসকানো–ক্রি. বি. প্ররোচনা; উত্তেজিত করা।
বিণ. প্ররোচিত; উত্তেজিত; বর্ধিত।
উসকানি–বি. প্রবর্ধন; উত্তেজনা; প্ররোচনা (তোমার উসকানিতেই ছেলেটা এ কাজ করেছে)।
Leave a Reply