উভয় [ ubhaỷa ] বিণ. দুই (উভয়প্রকার, উভয় সংকট)।
সর্ব. দুইজন (উভয়ে সেখানে গেল)।
[সং. √ উভ্ + অয়]।
উভত, উভতঃ (-তস্)–অব্য. ক্রি-বিণ. দুই দিকেই, দুই পক্ষেই।
উভতোমুখ–বিণ. দুটি বা দুই দিকে মুখবিশিষ্ট।
উভত্র–অব্য. ক্রি-বিণ. দুই দিকে; দুই পক্ষে; দুই স্হানে।
উভথা–অব্য. ক্রি-বিণ. উভয়প্রকারে, দুইপ্রকারে।
উভসংকট–বি. উভয় দিকেই বিপদ অর্থাত্ পরিত্রাণের উপায় নেই এমন অবস্হা, dilemma.
উভয়লিঙ্গ–বিণ. (প্রাণি.) একই দেহে ডিম্বাণু ও শুক্রাণু উত্পাদনে সমর্থ এমন জননযন্ত্রবিশিষ্ট (প্রাণী), hermaphrodite, androgynous.
Leave a Reply