উপেক্ষা, উপেক্ষণ [ upēkşā, upēkşaņa ] বি.
১. অগ্রাহ্য করা, তুচ্ছতাচ্ছিল্য করা (দোষত্রুটি উপেক্ষা করা);
২. অবহেলা (আদেশ উপেক্ষা করা);
৩. ঔদাসীন্য, অমনোযোগ; অনাদর; অস্বীকার।
ক্রি. গ্রাহ্য না করা; অবহেলা করা; গুরুত্ব না দেওয়া।
[সং. উপ + √ ঈক্ষ্ + অ + আ, অন]।
উপেক্ষক–বিণ. উপেক্ষাকারী; উদাসীন; অমনোযোগী।
উপেক্ষণীয়–বিণ. উপেক্ষার যোগ্য, উপেক্ষা করা উচিত বা উপেক্ষা করা যায় এমন।
উপেক্ষিত–বিণ. উপেক্ষা বা অবহেলা করা হয়েছে এমন।
স্ত্রী. উপেক্ষিতা।
Leave a Reply