উপাসন, উপাসনা [ upāsana, upāsanā ] বি.
১. আরাধনা, ভজনা, পূজা;
২. ভগবত্-চিন্তা;
৩. উপকার-প্রত্যাশায় অপরের সেবা বা মনস্তুষ্টি বা সন্তোষসাধনের চেষ্টা।
[সং. উপ + √ আস্ + অন, অ]।
উপাসক–বিণ. বি. উপাসনাকারী (সৌন্দর্যের উপাসক, ঈশ্বরের উপাসক, অর্থের উপাসক)।
স্ত্রী. উপাসিকা।
উপাসিত–বিণ. উপাসনা করা হয়েছে এমন।
Leave a Reply