উপাধ্যায় [ upādhyāỷa ] বি.
১. আচার্যের সহকারী অধ্যাপক, শিক্ষক; উপদেষ্টা;
২. যিনি বেদ শিক্ষা দিয়ে জীবিকা অর্জন করেন;
৩. রাঢ়ী কুলীন ব্রাহ্মণদের পদবিবিশেষ, যেমন বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়।
[সং. উপ + অধি + √ ই + অ]।
উপাধ্যায়া, উপাধ্যায়ী (-য়িন্)–বি. (স্ত্রী.) মহিলা-উপাধ্যায়।
উপাধ্যায়ী, উপধ্যায়ানী–বি. (স্ত্রী.) উপাধ্যায়ের পত্নী।
Leave a Reply