উপস্হিত [ upa-shita ] বিণ.
১. আগত, সমাগত, হাজির (উপস্হিত শ্রোতারা সকলেই বক্তৃতার প্রশংসা করলেন);
২. বর্তমান (উপস্হিত কাল);
৩. আসন্ন (উপস্হিত বিপদ);
৪. বিদ্যমান (উপস্হিত থাকা)।
[সং. উপ + √ স্হা + ত]।
উপস্হিতবক্তা, উপস্হিতবক্তৃ–বি. আগে থেকে প্রস্তুত না হয়েও যিনি বক্তৃতা করতে পারেন।
উপস্হিতবুদ্ধি–বি. প্রত্যুত্পন্নমতিত্ব; ঠাণ্ডা মাথায় পরিস্হিতির মোকাবিলা করতে পারার ক্ষমতা।
উপস্হিতমতো–বিণ. ক্রি-বিণ. প্রয়োজনানুসারে; সময়মতো (উপস্হিতমতো ব্যবস্হা করা যাবে)।
উপস্হিত–বি.
১. সমাগম; হাজিরা;
২. বিদ্যমানতা।
Leave a Reply