উপশম [ upa-śama ] বি.
১. শান্তি, নিবৃত্তি (রোগের উপশম);
২. ইন্দ্রিয় দমন।
[সং. উপ + √ শম্ + অ]।
উপশমক–বিণ. উপশমকারী।
উপশমনীয়–বিণ. উপশম করা যায় এমন; উপশম করা উচিত এমন।
উপশমিত, উপশান্ত–বিণ. উপশমপ্রাপ্ত, উপশম করা হয়েছে এমন; শান্ত বা সংযত করা হয়েছে এমন।
Leave a Reply