আর শুন শুন শুন মর্ম দিয়া–
কালায় প্ৰাণ নিল মুররী বাজাইয়া।।
গিরে রইতে নারি বাঁশির রব শুনিয়া।।
আর কদম্বেরি তলে বসি–
কালায় নাম ধরিয়া বাজায় বাঁশি।
গিরে রইতে নারি বাঁশির রব শুনিয়া।।
আর ঘরে গুরুজন বয়রী–
আমি ফুকারিয়া না কান্দতে পারি।
আমি কতোই রইমু পরার অধীন হইয়া।
আর ভাইবে রাধারমণ বলে,
মনে মনে ভাবে কেনে :
ওরে, আসব তোমার প্রাণ-বন্ধু
নিকুঞ্জে আসিয়া।
পূর্ববর্তী:
« আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
« আর বাইজ নারে বন্ধের বাঁশি রে
পরবর্তী:
আরবদেশে মানুষ বেশে এল একজনা »
আরবদেশে মানুষ বেশে এল একজনা »
Leave a Reply