উপমা [ upamā ] বি.
১. সাদৃশ্য, তুলনা (উপমা দেওয়া);
২. অর্থালংকারবিশেষ এই অলংকারে একই ধর্মবিশিষ্ট দুই ভিন্নজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য কল্পিত হয়, simile.
[সং. উপ + √ মা + অ]।
উপমান–বি. যার সঙ্গে বা যার দ্বারা তুলনা দেওয়া হয় (যেমন, ‘রক্তের মত রাঙা দুটি জবাফুল’ এখানে উপমান ‘রক্ত’)।
উপমিত–বিণ. তুলিত।
উপমিতি–বি. উপমা, সাদৃশ্যকল্পনা।
উপমেয়–বিণ. বি. উপমার বিষয়ীভূত (উপরের দৃষ্টান্তে ‘জবাফুল’ উপমেয়)।
Leave a Reply