উপদেশ [ upa-dēśa ] বি.
১. পরামর্শ, মন্ত্রণা; কনিষ্ঠের প্রতি জ্যেষ্ঠের পরামর্শ;
২. কর্তব্য সম্বন্ধে নির্দেশ; অনুশাসন;
৩. শিক্ষা।
[সং. উপ + √ দিশ্ + অ]।
উপদেশক–বিণ. উপদেষ্টা, উপদেশদানকারী।
উপদেশাত্মক–বিণ. উপদেশ বা নীতিশিক্ষা দেয় এমন; উপদেশমূলক।
উপদেশ্য, উপদেশণীয়, উপদেষ্টব্য–বিণ. উপদেশ দেওয়ার যোগ্য।
উপদেষ্টা, উপদেষ্টৃ–বিণ. বি. উপদেশক, শিক্ষক, গুরু; মন্ত্রণাদাতা।
Leave a Reply