উপজীবিকা [ upa-jībikā ] বি. বৃত্তি বা জীবিকা; পেশা (কৃষি এদেশের অধিকাংশ মানুষের উপজীবিকা)।
[সং. উপ + জীবিকা]।
উপজীবী (-বিন্)–বিণ. বৃত্তি বা জীবিকা অবলম্বনকারী।
উপজীব্য–বিণ. জীবিকা হিসাবে বা প্রয়োজনে গ্রহণযোগ্য।
বি.
১. জীবনধারণের উপায়;
২. অবলম্বন (নাটকের উপজীব্য)।
Leave a Reply