উন্মাদন [ unmādana ] বি. চিত্তচাঞ্চল্যের সৃষ্টি; উন্মত্ত করা, পাগল করা।
বিণ. যার দ্বারা উন্মত্ত করা যায় এমন, উন্মত্ততা সম্পাদক (উন্মাদন-রূপরাশি)।
[সং. উত্ + √ মদ্ + ণিচ্ + অন]।
উন্মাদক–বিণ. উন্মত্ততা জন্মায় এমন।
উন্মাদনা–বি. প্রবল উত্তেজনা; প্রবল উত্সাহ; চিত্তবিক্ষোভ।
উন্মাদিত–বিণ. উন্মত্ত করা হয়েছে এমন; উন্মাদযুক্ত।
উন্মাদী (-দিন্)–বিণ. উন্মত্ত, প্রমত্ত, পাগল; যে. বা যা পাগল করে, উন্মাদক (চিত্তোন্মাদী)।
স্ত্রী. উন্মাদিনী।
Leave a Reply