অ, প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে।।ধু।।
মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে।।চি।।
কেমনে চিনিল বাঁশি অভাগিনীরে।
রাধা বইলে বাজায় বাঁশি গো সুমধুর স্বরে।।১।।
পঞ্জর ঝর ঝর গো মর রহিতে নারি ঘরে।
মন হইয়াছে চাতাকিনী গো সখী উড়তে সাধ করে।২।।
কোন জাতি কেমন যুবতী, কথায় বাস করে
রাধারমণ ভনে বাশের বাঁশি গো সখী পুর নব জলধরে।।৩।।
পরবর্তী:
অউত যারায় গিয়া–বন্ধুরে, আমার পরানে বধিয়া »
অউত যারায় গিয়া–বন্ধুরে, আমার পরানে বধিয়া »
Leave a Reply